ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

মেহেরপুরে দেশিয় অস্ত্র ও বোমা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৫০, ১০ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:৫৩, ১০ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

মেহেরপুরে বোমা ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার রাজাপুর মাঠপাড়ার চঞ্চল মিয়ার ইটভাটার অফিসের ছাদ থেকে পরিত্যাক্ত অবস্থায় দেশিয় অস্ত্র (হাসুয়া, হাতুড়ি, বাটালি কাঁচি) ও বোমাগুলো উদ্ধার করা হয়।
 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খাঁন জানান, চঞ্চল মিয়ার ইটভাটার অফিসের দ্বিতীয় তলার ছাদে দেশিয় অস্ত্র ও বোমা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো ৫টি বোমা ও ১২টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত বোমাগুলো পানি ভর্তি বালতি রেখে নিস্ক্রিয় করা হয়েছে। আপাততবস্তুগুলো বোমা স্বাদৃশ্য হলেও তা সাধারণ ককটেল মনে হয়েছে। হয়তো কাউকে ভয় দেখাতে বোমা স্বাদৃশ্য ওই বস্তুগুলো রাখা হয়েছে। এর সাথে জড়িতদের খুজে বের করা হবে।
  
ভাটা মালিক চঞ্চল হোসেন জানান, ইটভাটার ছাদের পানির ট্যাংকির কাজ করার সময় মিস্ত্রিরা বোমা ও দেশিয় অস্ত্রগুলো দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে খবর দেয়া হলে তারা উদ্ধার করে। ভয়ভীতি দেখানো কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্যকে বা কারা এগুলো ছাদের উপর রেখে যেতে পারে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি