ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

শার্শায় পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪০, ১১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। 

সোমবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়ার মাঠ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ ভূইয়া জানান, গোপন সংবাদে জানা যায় সীমান্ত থেকে বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে এসে পাচারকারীরা বাগআঁচড়া ঘোষপাড়ায় মাঠে অবস্থান করছে এমন খবরে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের দিক-নির্দেশনায় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় মাদক চোরচালানীরা। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি