ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

মেহেরপুরে ইউপি কার্যালয় থেকে ২টি বোমা উদ্ধার 

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৬, ১৭ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:৪৯, ১৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে দু’টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে বামন্দী ও গাংনী থানা পুলিশ বোমাসদৃশ্য বস্তু দু’টি উদ্ধার করে। এ ঘটনায় তেতুলবাড়িয়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

বামন্দী পুলিশ ক্যাম্পের এএসআই শরিফ হোসেন জানান, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি ব্যাগের মধ্যে দুটি বোমা সদৃশ্য বস্তু রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তু দুটি পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বজলুর রহমান জানান, কে বা করা গ্রীলের উপর দিয়ে একটি ব্যাগে লাল টেপ দিয়ে মোড়ানো দু’টি বোমা সদৃশ্য বস্তু রেখে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এঘটনায় আতংকিত হওয়ার কিছু নেই।
 
তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভয়ভীতি দেখানোর জন্য বোমা সাদৃশ্য বস্তু দু’টি রেখে যেতে পারে বলে মনে হচ্ছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি