ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ২ যুবক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৩, ২১ জুলাই ২০২২

পটুয়াখালীর গলাচিপায় চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রিয়াজ হাওলাদার (৩০) ও রাব্বী গাজী (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় গোলখালী ইউনিয়নের হরিদেবপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে গলাচিপা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

গ্রেফতারকৃতদের বাড়ি ডাকুয়া ইউনিয়নের আটখালী গ্রামে।
 
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ওই দুই যুবক গজালিয়া ইউনিয়নের চর চন্দ্রাইল গ্রামের ওই তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায়। সেখানে দু’দিন থাকার পর চাকরি দিতে না পেরে তাকে বুধবার সকালে ফের গলাচিপায় নিয়ে আসে। 

পরে বিকালে গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের একটি ফাঁকা বাড়িতে নিয়ে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণী দৌড়ে পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে হরিদেবপুর থেকে ওই দু’যুবককে গ্রেফতার করে।  

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আজই আসামিদের আদালতে সোপর্দ করা হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি