শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত : ১৮:২০, ৫ আগস্ট ২০২২

জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সিলেট-৩ আসনের নির্বাচিত সাংসদ হাবিবুর রহমান হাবিব এর উদ্যোগে এবং জালালাবাদ লিভার ট্রাষ্ট এর সার্বিক সহযোগিতায় এই সফল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
জালালাবাদ লিভার ট্রাষ্ট এর পক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল এর ছাত্রলীগের সাবেক একদল তরুণ চিকিৎসক এই ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন। তাদের নেতৃত্বে ছিলেন ময়মনসিংহ মেডিকেল শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ অনুপম সাহা। ক্যাম্পে জালাবাদ লিভার ট্রাষ্ট এর পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এই ক্যাম্পে প্রায় চার শতাধিক মানুষ উপকৃত হন। দক্ষিণ সুরমা উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই হেলথ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
গত ২২ জুলাই বৃহত্তর সিলেটে হোটেল লা ভিস্তায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে জালালাবাদ লিভার ট্রাস্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল। ‘সচেতনতা’, ‘সেবা’ ও ‘প্রতিরোধ’ এই তিন প্রতিপাদ্যকে ধারণ করে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের মধ্যে লিভার রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং লিভার রোগীদের জন্য চিকিৎসা সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে ট্রাস্টটি প্রতিষ্ঠিত হয়েছে। লিভার রোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কর্মকাণ্ডেও ট্রাস্টটি ভুমিকা রাখতে যাচ্ছে বলে জানান ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান, সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
উল্লেখ্য, জালালাবাদ লিভার ট্রাস্টের আয়োজনে সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর ও সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের উমারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ২২ জুলাই আরও ২টি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ইউরোএশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভরের সাধারণ সম্পাদক, ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হেপাটোলজি এলুমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি।
কেআই//
আরও পড়ুন