বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১১ ঘন্টা পর দশ জেলে উদ্ধার
প্রকাশিত : ১৬:৩৬, ১৮ আগস্ট ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার একটি নামবিহীন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ১০ জেলে নিখোঁজ হন।
রোববার (১৭ আগস্ট) রাত নয়টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। এর ১১ ঘণ্টা পর সোমবার সকালে ভাসমান অবস্থায় জেলেদের পাথরঘাটার কচিখালী এলাকা থেকে উদ্ধার করে অন্য একটি ট্রলার।
ডুবে যাওয়া ট্রলারের মালিক কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া আবাসনের খোকন হাওলাদারের চাচা জুম্মান হাওলাদার জানান, হঠাৎ করে সাগর উত্তাল হওয়ায় রোববার রাতে জেলেরা মাছ ধরা বন্ধ করে তীরে ফিরছিলেন। ফিরে আসার পথে একটি ডুবো চরে আটকে যায় ট্রলারটি। এরপর ঢেউয়ের তোড়ে মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। জেলেরা প্রাণ বাঁচাতে প্লাস্টিকের পট ও জালের ফ্লুইট ধরে ভেসে থাকেন।
জুম্মান হাওলাদার আরও জানান, খবর পেয়ে সোমবার সকালে আরেকটি বোট নিয়ে তাঁরা উদ্ধার অভিযানে নামেন। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম জানা গেছে।
অন্যদের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি।
স্থানীয় জেলেরা জানান, বর্তমানে সাগর উত্তাল থাকায় আলীপুর-মহিপুরসহ আশপাশের এলাকার বেশির ভাগ ট্রলার মাছ শিকার বন্ধ করে নদী ও শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।
এ বিষয়ে মহিপুর মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। সাগর শান্ত হলে সেটি উদ্ধারে চেষ্টা চালানো হবে। জেলেরা সবাই নিরাপদে আছেন বলেও জানান তিনি।
এএইচ
আরও পড়ুন