ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

পূজার উপহার দিলেন ছাত্রলীগের শোভন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১ অক্টোবর ২০২২ | আপডেট: ১৭:২২, ১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে পোশাক উপহার দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। শুক্রবার ও শনিবার বুরুঙ্গামারী উপজেলার কয়েকটি মন্দির এলাকায় এসব পোশাক বিতরণ করা হয়।

এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে ভুরুঙ্গামারী উপজেলার ইন্দ্রপ্রসাদ দেব মন্দির এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, সম্পাদক কার্তিক সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক এমদাদুর রহমান মন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া শনিবারও সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের দরিদ্রদের মাঝে পোশাক বিতরণ করেন শোভন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি