ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ডাল কাটতে ওঠে অন্য গাছের চাপায় যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ২ অক্টোবর ২০২২

জয়পুরহাটের কালাই পৌর শহরে এম ইসরাত হিমাগার চত্বরে ডাল কাটতে ওঠে অন্য একটি মরা গাছ ভেঙ্গে পড়ে ওই গাছের ডালেই শহিদুল ইসলাম (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহা সড়কের দক্ষিণ পাশের পৌর শহরের সড়াইল এলাকায় এম ইসরাত হিমাগার চত্বরে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় এম ইসরাত হিমাগারের ব্যবস্থাপক রায়হান আলমকে পুলিশ জিজ্ঞাবাদের জন্য থানা নিয়ে আসেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন। নিহত শহিদুল ইসলাম কালাই পৌর সভার সড়াইল মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম কর্ম হিসেবে টাকার বিনিময়ে এলাকায় বিভিন্ন জনের গাছ ও ডালপালা কেটে জীবিকা-নির্বাহ করে আসছেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শহিদুল ইসলাম এম ইসরাত হিমাগারের ব্যবস্থাপক রায়হান আলমের সঙ্গে কথা বলে চত্বরের ভিতওে একটি বড় গাছে ওঠে ঝড়ে পড়া একটি গাছের মোটা ডাল কাটছিলেন। সে সময় গাছের উপর দিক থেকে অন্য একটি মড়া গাছ তার উপর ভেঙ্গে পড়লে ওই গাছের ডালেই সে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।  

প্রত্যক্ষদর্শী পুনট পাঁচপাইকা গ্রামের বাসিন্দা মিঠু ফকির বলেন, শহিদুল যখন গাছে ওঠে তখন আমি সহ অনেকেই হিমাগার চত্বরেই ছিলাম। সে যখন গাছের ডাল কাট ছিলেন তখন হঠাৎ করেই মরমর করে শব্দ হয়। আমরা সবাই গাছের কাছে গিয়ে দেখি শহিদুল গাছের ডালে ঝুলে রয়েছে।  

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য হিমাগারের ব্যবস্থাপক রায়হান আলম কে থানায় আনা হয়েছে। ওই ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত কওে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি