ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

বেনাপোলে মধুমতি সেতু উদ্বোধনে শ্রমিক লীগের আনন্দ র‌্যালি

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৩, ১০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নড়াইলের কালনায় দেশের প্রথম ৬ লেনের ‘মধুমতি সেতু’র উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বেনাপোল বন্দরে জাতীয় শ্রমিকলীগ বিশাল এক আনন্দ র‌্যালি বের করে।

সোমবার (১০ অক্টোবর) সকাল ১১টায় বিশাল আনন্দ র‌্যালি’র নেতৃত্ব দেন জাতীয় শ্রমিকলীগ বেনাপোল পৌর শাখার সভাপতি-রাজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক-আক্তারুজ্জামান। র‌্যালিতে সাধারণ মানুষ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী এবং বন্দরের শ্রমিক সংগঠনগুলোর সদস্যরা অংশ নেন। 

র‌্যালিতে শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, পৌর নাগরিক কমিটির আহবায়ক মোস্তাক হোসেন স্বপন, পৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর বাস্তহারা লীগের সভাপতি মোহাম্মাদ আলী, শ্রমিক নেতা নাসির হোসেনসহ আরও অনেকে অংশ নেয়। 

শ্রমিক লীগের বিশাল র‌্যালিটি বেনাপোল বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি