ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সড়কে প্রাণ গেল দুই ভাইবোনের, আহত মা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে কুরালিয়ায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে দুই ভাইবোন নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের অন্তত আরও দুজন।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ কাজিপুর সড়কের কুরালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাই মুকুল হোসেন ও বোন লিপি খাতুন। নিহত ও আহতদের বাড়ি কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কবিরাজের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন ভাই মুকুল হোসেন, বোন লিপি খাতুনসহ পরিবারের আরও দুজন সদস্য। ফেরার পথে কুড়ালিয়া তেলপাম্পের সামনে বালুবাহী ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষ ঘটে।

ঘটনাস্থলেই মারা যান লিপি ও মুকুল নামে আপন দুই ভাইবোন। আহত হয়েছেন নিহতের মা এবং বোন শিল্পি খাতুন। 

পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি