ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি আবু আলম চৌধুরী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সাবেক সভাপতি সমিতির হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও দাতা সদস্য এবং এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি ও কনেক্সপো হোমটেক্স এন্ড ক্রাফট এর ব্যবস্থাপনা পরিচালক আবু আলম চৌধুরী(৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ২৭ ফেব্রুয়ারি রাত ১১টায় ইউনাইটেড হাসপাতাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 
 
মরহুমের ১ম জানাযা তাঁর গ্রামের বাড়ি বোয়ালখালী, চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ও ২য় জানাজা আগামীকাল বুধবার (১ মার্চ) বাদ জোহর নিকুঞ্জ-১ জামে মসজিদ প্রাঙ্গণ, ঢাকায় অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে তাকে নিকুঞ্জ কবরস্থানে সমাহিত করা হবে।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র পক্ষ থেকে সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন চৌধুরী গভীর শোক প্রকাশ করে মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, তিনি ২০০৬-০৭ সালে সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। সমিতিতে অসামান্য অবদানের জন্য তাঁকে ২০২২ সালে চট্টগ্রাম সমিতি পদকে ভূষিত করা হয়। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি