ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

গাড়ি চালককে হাত-পা বেধে শ্বাসরোধে হত্যা

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৩, ২২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

সাভারের আশুলিয়ায় আতিকুল ইসলাম আতিক নামের (৫০) নামের এক গাড়ি চালককে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা। 

বুধবার সকালে ওই ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, গভীর রাতে আশুলিয়ার জামগড়ার রূপায়ন এলাকায় আতিকুল ইসলাম আতিক নামের ওই গাড়ি চালককে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ একটি মাঠের মধ্যে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সকালে এলাকাবাসী তার লাশ দেখে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। 

এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। 

স্থানীয়রা জানান, রূপায়ান এলাকায় উঠতি বয়সী কিশোরগ্যাং সদস্যদের আনাগোনা বেড়েছে, তারা নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন। 

হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অপরদিকে, সম্প্রতি আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের ঘটনায় দুই হত্যাকারীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি