ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুর সিটিতে মনোনয়নের দৌড়ে জাহাঙ্গীর-আজমত (ভিডিও)

অপূর্ব রায়, গাজীপুর থেকে

প্রকাশিত : ১২:১৯, ১১ এপ্রিল ২০২৩

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আর দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার চেষ্টায় আওয়ামী লীগের একাধিক মেয়র প্রার্থী। তবে আলোচনায় বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আজমত উল্লাহ খান। দৌড়ে আছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনও। 

এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। 

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ ২৫ মে। তারিখ ঘোষণার পর থেকেই নগরীতে বইছে নির্বাচনী হাওয়া। 

নগরীতে ছেড়ে গেছে মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন। তবে বর্তমান মেয়র বহিষ্কৃত জাহাঙ্গীর আলম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, “যদি মূল্যায়ন করা হয় তবে দল আমাকে মনোনয়ন দেবে। এটা আমার শতভাগ আশা।”

মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমার বিশ্বাস যে কাজ করেছি এবং আজকে যারা ভোটার তারাই আমার কর্মী হবে। তারাই ভোট সংগ্রহ করবে।”

এবার একক প্রার্থী দিতে চায় জাতীয় পার্টি। 

জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন বলেন, “উন্নয়নের ছোয়া প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রোগ্রাম আমার আছে। আমি সেই রকম কর্মসূচি নিয়ে সামনে মানুষের কাছে যাবো।”

এবার ভোট হবে ইভিএমে। তাই আগেভাগেই প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন অফিস।

 জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, “ইলেকশন কমিশনের নির্দেশনায় আশা করি গাজীপুরবাসীকে একটি সুষ্ঠু-সুন্দর-স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।”

৩২৯ দশমিক ৫৩  বর্গ কিলোমিটারের গাজীপুর সিটির ৫৭ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি