ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

আশুলিয়ায় সিলিন্ডার কারখানায় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ১৩ মে ২০২৩

ঢাকার আশুলিয়ায় একটি অনুমোদনহীন সিলিন্ডার মজুদ ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ দগ্ধ হয়েছে অন্তত ৫ জন৷ তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে পাঠানো হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার  দিকে আশুলিয়ার জামগড়ার  তেঁতুলতলা এলাকার বেল্লাল হোসেন নামের এক ব্যক্তির কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই কারখানাটিতে অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের খালি সিলিন্ডার সংগ্রহ করে তাতে বালু ও পানি মিশিয়ে গ্যাসের বড় সিলিন্ডার থেকে গ্যাস রিফিল করতেন।

প্রতিদিনের মত আজ সকালেও একইভাবে গ্যাস রিফিল করার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এসময় আগুনে দগ্ধ হয় শিশুসহ অন্তত ৫ জন। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
 
পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি