ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

ঠাকুরগাঁওয়ে দুই ছেলের মারধরে বৃদ্ধ বাবার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুই সন্তানের মারধরের শিকার এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত দুই সন্তান ও তার মা আত্মগোপনে রয়েছেন।

সোমবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ওইদিন সকাল ১০টায় নিজ বাড়িতে মারধরে শিকার হন তিনি। 

নিহত নাজিম উদ্দীন (৫২) উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের টেপু মোহাম্মদের ছেলে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন নাজিম উদ্দীনের দুই ছেলে আলাল হোসেন (২৭) ও সাইফুল ইসলাম (২০)। 

ঘটনা প্রসঙ্গে নাজিম উদ্দীনের চাচি মাসুমা খাতুন জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকালে নাজিম উদ্দীনের দুই ছেলে আলাল হোসেন ও সাইফুল ইসলাম তাকে মাঠ থেকে ধরে এনে মারধর করে। স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলেও দুই ছেলের ভয়ভীতি ও গালিগালাজের কারণে তাকে বাঁচাতে পারেননি। 

নিহতের চাচাতো বোন সাবেক ইউপি সদস্য মুক্তা আক্তার বলেন, মারধরের পর বাড়িতে বারান্দায় দিনভর শুইয়ে রাখা হয় নাজিম উদ্দীনকে। রাত ৮টায় স্থানীয়দের চাপের মুখে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি