ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বাড়িতে একা পেয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২০, ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামি মোশারফ হোসেন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে এক স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকালে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেণ।  

অভিযুক্ত মোশারফ হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার নুরন্নেশা উদ্দিনের ছেলে।

শিশুটির মা জানান, গত ৮ মার্চ দুপুরে বাড়িতে একা পেয়ে মেয়েকে ধর্ষণ করে মোশারফ হেসেন নামের এক পাষণ্ড। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ১০ ঘন্টার মধ্যে অফিসার ইনচার্য সঙ্গিয় ফোর্স নিয়ে আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হন। 

জানা যায়, নতুনপাড়া এলাকার ওই শিশু বাড়িতে ব্যাগ তৈরির কাজ করছিল। এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী মোশাররফ হোসেন প্রবেশ করেন। পরে সে জোরপূর্বক ধর্ষণ করে শিশুটিকে। বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই শিশুকে ভয়ভীতি প্রদর্শন করে সে। কাউকে বললে মেরে ফেলার হুমকীও দেয়। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিতে আসলে সেটি মামলা হিসেবে গ্রহণ করা  হয়। মামলাটি অতি গুরুত্ব বিবেচনায় নিয়ে মাত্র ১০ ঘন্টার মধ্যে কুষ্টিয়া থেকে আসামিকে গ্রেফতার করা হরা হয়েছে। 

এদিকে ধর্ষণের বিষয়টি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্ধায় ধর্ষক মোশারফের ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ জনতা।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি