ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ছয় দফা দাবিতে ফরিদপুর পলিটেকনিকে ‘কমপ্লিট শাটডাউন’ পালন

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৫, ২৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছয় দফা দাবিতে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে 'কমপ্লিট শাটডাউন' পালন করছেন শিক্ষার্থীরা। 

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। এর আগে সোমবার কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 

আজ সকাল সাড়ে ১১টায় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অডিটোরিয়াম রুমে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। 

শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে দিয়ে পুরো ক্যাম্পাস ও প্রতিষ্ঠানটির কার্যক্রম অচল করে দেয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই শাটডাউন অব্যাহত থাকবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি