ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুৎ, চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৯, ৫ মে ২০২৫

Ekushey Television Ltd.

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। 
 
জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্য সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে।

বনলতা ট্রেনের যাত্রীরা বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মের কাছাকাছি বিকট শব্দ হয়। পরে দেখা যায় একটি বগির চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পরে রেলের লোকজন আসেন ঘটনাস্থলে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে। সেটি উদ্ধারে কাজ চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি