জুলাই শহীদ সাগরের মরদেহ উত্তোলনে আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট
প্রকাশিত : ১৩:৫৬, ৭ মে ২০২৫ | আপডেট: ১৩:৫৬, ৭ মে ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সাগর আহমেদের মরদেহ উত্তোলনে পরিবারের সম্মতি না থাকায় আদালতের নির্দেশেও লাশ উত্তোলন সম্ভব হয়নি।
বুধবার (৭ মে) সকাল ১১টায় রাজবাড়ীর বালিয়াকান্দির টাকাপোড়া গ্রামে কবর থেকে মরদেহ উত্তোলনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে পুলিশের একটি দল।
তবে সাগরের বাবা তোফাজ্জল হোসেন ও মামলার বাদী সাইফুল ইসলাম লাশ উত্তোলনে আপত্তি জানান। পরিবারের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা ফিরে আসেন।
মিরপুর সরকারি বাংলা কলেজের ছাত্র সাগর আহমেদ ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকায় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরদিন তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।
ঘটনার পর চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তার চাচাতো ভাই সাইফুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
এএইচ
আরও পড়ুন