রাজবাড়ীতে রাসেল ভাইপার আতঙ্ক, কৃষকদের মাঝে গামবুট বিতরণ
প্রকাশিত : ১৬:২৫, ৭ মে ২০২৫

রাজবাড়ীর পদ্মা পাড়ের চরাঞ্চলে ফের দেখা দিয়েছে ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার। সাপের আতঙ্কে কৃষকরা জমিতে কাজ করতে সাহস পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে কৃষকদের সুরক্ষায় বিনামূল্যে গামবুট বিতরণ করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
বুধবার (৭ মে) দুপুর ১টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গামবুট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পদ্মা তীরবর্তী এলাকার ১৫০ জন কৃষকের হাতে গামবুট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জ জামান, উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
স্থানীয় কৃষকরা জানান, গত বছর প্রথম রাসেল ভাইপার দেখা গেলেও চলতি মৌসুমে এ সাপের সংখ্যা বেড়ে গেছে। ইতোমধ্যে কয়েকজন কৃষক এই বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন। ফলে কৃষিশ্রমিকরা মাঠে কাজ করতে রাজি হচ্ছেন না। এতে জমির পরিচর্যা ও ফসল কাটার কাজে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের সুরক্ষা নিশ্চিতে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এএইচ
আরও পড়ুন