ঢাকা, মঙ্গলবার   ০২ ডিসেম্বর ২০২৫

এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৫, ২ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরের এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে বেশিরভাগ অংশ দুমড়ে মুচড়ে যায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। 

হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। 

এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল। রাজধানী ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল ওয়েলকাম পরিবহনের বাসটি।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল বলে জানান তিনি।

এএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি