ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬

সদরপুরে পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার

 ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৩, ৭ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। 

 মঙ্গলবার রাতে উপজেলার হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেটের মধ্যে থেকে একটা কাপড়ের পোটলার মধ্যে স্কচটেপ দিয়ে পেচানো পরিত্যক্ত অবস্থায় ৭.৫ এমএম ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি পরিত্যক্ত কালো ব্যাগের মধ্যে থেকে ৪টি ককটেল উদ্ধার করা হয়। 

জব্দ করা অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। 

ফরিদপুর আর্মি ক্যাম্পের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সদরপুর থানা পুলিশের কাছে জব্দ করা অস্ত্র, গুলি ও ককটেল থানা হস্তান্তর করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত টয়লেটের মধ্যে থেকে এগুলো উদ্ধার করি। অপরাধ ও সন্ত্রাসীদের দমনে সেনাসদস্যরা সব সময় সতর্ক রয়েছেন। 

ফরিদপুরের সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, ‘পরিত্যক্ত অবস্থায় পরিত্যক্ত সাব রেজিস্ট্রার অফিসের পেছনের একটি টয়লেটের মধ্যে থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।পরবর্তীতে এসব আগ্নেয়াস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।‘ 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি