গলায় কলা আটকে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত : ১১:২৯, ৮ জানুয়ারি ২০২৬
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গলায় কলা আটকে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইব্রাহিম মিয়া (২) ওই এলাকার অটোরিকশাচালক সুজন মিয়ার একমাত্র সন্তান। তার মা একটি পোশাক কারখানায় কর্মরত।
নিহতের বাবা সুজন মিয়া ও স্থানীয় বাসিন্দা আকাশ চৌধুরী জানান, বিকালে ইব্রাহিম তার নানীর কাছ থেকে একটি কলা চেয়ে নেয়। কলা খাওয়ার একপর্যায়ে হঠাৎ করে তা শিশুটির গলায় আটকে যায়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে কলাটি বের করার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ছোট্ট শিশুটির এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
এএইচ
আরও পড়ুন










