ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৯, ১১ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। 

শনিবার রাতে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

দগ্ধরা হলেন- চালক হান্নান, মঞ্জুর, হাবিব, রাকিবুল, খোরশেদ, তারেক, ফেরদৌস। 

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ৮ জন শ্রমিক দগ্ধ অবস্থায় কারখানার ফটকের সামনে এসে আর্তনাদ করতে থাকে। পরে কারখানার লোকজন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়। 

বম্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় জানান, বিস্ফোরণের খবর পেয়ে তারা ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি