ঢাকা, সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট: উপদেষ্টা আদিলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৩, ১৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ পরিবর্তনের জন্য জুলাই-আগস্টে যারা আত্মাহুতি দিয়েছেন এবং যাদের উদ্যোগে জুলাই সনদ প্রণীত হয়েছে, সেই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।

তিনি বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা এ বিষয়ে প্রশ্ন তুলতে পারে। তবে বাংলাদেশের মানুষ জুলাইয়ের পক্ষে রয়েছে। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করবে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে সাড়ে ১০টায় কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আদিলুর রহমান আরও বলেন, সংগ্রামী ছাত্র-জনতার সহযোগিতায় গণঅভ্যুত্থানের সরকার জুলাই সনদ প্রণয়ন করেছে। এই সনদ বাস্তবায়নের জন্য সরকার ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। আগামী ১২ তারিখের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে জনগণের সমর্থন প্রকাশ পাবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রার্থী নির্বাচিত হয়ে জাতীয় সংসদ নির্বাচনের পথ সুগম হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন ও বুদ্ধিমান। এই জনগণই ইতিহাস রচনা করেছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সারাদেশের মানুষ এক কাতারে দাঁড়িয়ে যাবে—জুলাই সনদের পক্ষে, গণঅভ্যুত্থানের পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।

এ সময় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যরা, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

পরে গণভোট প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উপদেষ্টা আদিলুর রহমান জেলার বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলায় সফর করবেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি