ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

মোটরসাইকেল থেকে পড়ে এসআই নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ১৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৪৮, ১৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বলিয়াদী-বেনুপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশের এই উপপরিদর্শকের নাম দবির উদ্দিন (৫৫)। তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই এলাকায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আজ সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে একটি মামলার তদন্তের কাজে কালিয়াকৈরের বেনুপুর এলাকায় যাচ্ছিলেন তিনি। পথে চলতেই বেনুপুর এলাকায় চলন্ত মোটরসাইকেলের ওপর তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় এসআই দবির উদ্দিন মোটরসাইকেলসহ মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আর/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি