ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নাটোরে বন্যা পরিস্থিতির অবনতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ১৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়া উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজ শনিবার সকালে আত্রাই নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শুধাংশু কুমার সরকার জানান, আত্রাইয়ের পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা কবলিত অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

বন্যায় এ এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। নতুন করে পাঁচ হাজারসহ মোট সাত হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নওদাপাড়া এলাকায় সিধাখালী নদীর বাঁধ ভেঙে তেমুক নওদাপাড়া বিলের প্রায় ৮০০ বিঘা জমির ধান তলিয়ে গেছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি