ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

জয়পুরহাটে ৬ কোটি টাকার আমদানি নিষিদ্ধ পণ্য উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০১৭

জয়পুরহাটের সীমান্ত এলাকায় আগস্ট মাসে ৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার টাকা মূল্যের মাদক দ্রব্যসহ আমদানি নিষিদ্ধ পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত আগস্ট মাসে বিভিন্ন বিওপিতে বিজিবি সদস্যরা ২০৭টি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।

অভিযানে উদ্ধার হওয়া আমদানি নিষিদ্ধ নেশা জাতীয় দ্রব্য রয়েছে। এর মধ্যে আছে ইনজেকশান এ্যাম্পল ৪৯০টি, ইনজেকশান কুপিজেসিক ৩ হাজার ৯৫৪টি, যৌন উত্তেজক ট্যাবলেট সেনেগ্রা ৫৯ হাজার ৪০টি, ডেক্সিন ১ লাখ ১২ হাজার টি, প্র্যাকটিন ৬ লাখ ৪ হাজার টি, নিউসিপ ১ লাখ ৬৮ হাজার টি।

এ ছাড়াও বাংলাদেশি টাকা নগদ ৩৮ লাখ ৫৬ হাজার, স্বর্ণ ১ কেজি ৭৯৭ গ্রাম, পোস্ত দানা ১০৩ কেজি, শাড়ি ৩৬৬টি, জিরা ১০৫ কেজি, ইমিটেশন সামগ্রী ১৯৯ কেজি, বাজি ১ হাজার ৩৩৪ প্যাকেট, মুরগীর ডিম ৩ হাজার ৩০টি, ষ্টীল ৭৪ কেজি, প্লেয়িং কার্ড ২ হাজার ৩৫০ প্যাকেট, থান কাপড় ৩৪৬ মিটার, লাল শাকের বীজ ৯৯ কেজি, লবন ২ হাজার ৩৫০ কেজি, বীট লবন ২ হাজার ৯৬৯ কেজি, বেটনোভেট ক্রীম ১শ টিসহ ৭৯ প্রকারের ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের বাজার মূল্য ৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার ২৩২ টাকা।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবি’র পরিচালক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিজিবি। এ জন্য সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহল বাড়ানোর পাশাপাশি কিছু এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চোরাচালানীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত এক মাসে ৮ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। বাসস।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি