ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতি

বরগুনায় আনন্দ শোভাযাত্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২৫ নভেম্বর ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্বীকৃতিতে আনন্দ শোভাযাত্রা করেছে বরগুনায় শিক্ষক, ছাত্র, প্রশাসনসহ সর্ব স্তরের মানুষ। শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান।

এরপর বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংগঠন অংশ গ্রহণ করে।

এরপর জেলা প্রশাসক মো. মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার বিজয় বসাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, পৌর মেয়র মো. সাহাদাত হোসেন প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি