ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ২৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ময়মনসিংহ কারাগারের সামনে থেকে দুই ভুয়া গোয়েন্দা পুলিশকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে মুক্ত এক আসামিকে তুলে নেওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ শহরের সানকিপাড়ার রনি মিয়া (৩৮) ও মীর হোসেন হৃদয় (৪২)।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহরিয়ার মো. মিয়াজি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোজাম্মেল হক নামে এক আসামি জামিনে মুক্ত পেয়ে বের হয়। এ সময় ফটকের সামনে ডিবি পুলিশ পরিচয়ে তাকে দুই ব্যক্তি আটক করে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এবং টাকা না দিলে অন্য মামলায় আবারও কারাগারে ঢুকিয়ে দেওয়া হবে বলে হুমকী দেয়। এসময় কারারক্ষীদের সন্দেহ হয়। এবং তারা ওই দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বলেন। পরে জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ বলে প্রমাণিত হয়।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি