ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গাজীপুরে পিকআপ ভ্যান উল্টে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ৩১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:৫৭, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে বুধবার ভোরে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যান উল্টে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দু’জন।

নিহত তিনজনের দুই জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে মধ্যে একজন হলেন আব্দুল হালিম (৪০) ও আরেকজন হলেন জামাল উদ্দিনের (৩৫)।তবে তাদের বিস্তরিত পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়া (১৮) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০)। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ভালুকার আঙ্গারগাড়া গ্রাম থেকে মুরগি বোঝাই পিকআপটি গাজীপুরের বোর্ডবাজার যাচ্ছিল। পথে শ্রীপুরের মুলাইদ (এমসি বাজার) এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুই যাত্রী আহত হন।

একে// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি