ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ১৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নিত্য পণ্যের বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। তবে এখনো কমেনি দামের উত্তাপ। রসুনে দরও বাড়তি। কমেছে পেঁয়াজ এবং আদার ঝাঁজ। চালের দাম কমেছে কেজিতে ২ টাকা ।

রাজধানীর কারওয়ান বাজার। ছুটির দিনে ক্রেতার ভিড় একটু বেশি।

বাজারে শীতের সবজির কমতি নেই। তবে দাম চড়া। প্রতি পিস ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৪০ আর সিমের কেজি ১শ’২০ টাকা। তবে কমেছে শসার দাম। আর টমেটো ত্রিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১শ’ টাকা কেজি দরে।

দেশী ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ টাকা। কেজিতে দশ টাকা বেরে রসুন ৮০এবং আদা ১শ’৪০ টাকা হয়েছে।

ভাল মানের মিনিকেটের দাম কেজিতে ২টাকা কমে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৩ টাকায়।

গরুর মাংস ৪৮০, খাসির মাংস সাড়ে ৭শ’৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১২০ টাকা এবং দেশি মুরগি সাড়ে তিনশ’ থেকে চারশ’ টাকায় বিক্রি হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি