ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

৪২ বছর আগে হারিয়ে যাওয়া ডালিয়ার স্বজন সনাক্তে ডিএনএ টেস্ট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:১০, ২৫ অক্টোবর ২০১৮

৪২ বছর আগে হারিয়ে যাওয়া ডালিয়াকে বাংলাদেশের দুই নারী নিজেদের বোন বলে দাবি করছেন। ফরিদপুরের ডালিমা আক্তার বলছেন, তার এক আত্মীয় ছোট বোনকে রাজধানীর মগবাজার এলাকা থেকে হারিয়ে ফেলেন।

আর রাজধানীর শনির আখড়ার শাহীনুর আক্তারের দাবি, দাদীর হাত থেকে হারিয়ে যায় তার বড় বোন। দু’জনের সঙ্গে দেখা হওয়ার পর ডালিয়াও আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে আপনজনকে খুঁজে পাওয়ার আশা করছেন তারা।

৪২ বছর আগে রাজধানীর মগবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে শিশু ডালিয়াকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করে এক পথচারী। স্বজনের খোঁজ না পাওয়ায় ডালিয়াকে হস্তান্তর করা হয় একটি এতিমখানায়। সেখান থেকে তাকে দত্তক নেয় ডেনমার্কের এক দম্পতি। ১৮ই অক্টোবর একুশে টেলিভিশনে  খবর প্রচার হয়, আপনজনের খোঁজে ডালিয়া এখন বাংলাদেশে।

এরপর একুশের কাছে একাধিক ব্যক্তি বলেন, ডালিয়া তাদের স্বজন হতে পারেন।

পরে ডালিয়ার খোঁজে রাজধানীর উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহলিজা বেগমের বাসায় যায় তারা। ডালিয়ার সাথে দেখা হওয়ার পর সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের।

রাজধানীর বাড্ডায় বসবাসকারি ফরিদপুরের ডালিমা আক্তার বলেন, ৪০/৪২ বছর আগে হারানো ছোট বোনের সাথে মিল রয়েছে ডালিয়ার।

এদিকে, রাজধানীর শনির আখড়ার শাহীনুর আকতারও বলছেন, ডালিয়া তার বড় বোন হতে পারে। হারিয়ে যাওয়া বোনের সাথে ডালিয়ার মিল পাওয়ার দাবি করেন তিনিও।

এ’সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ডালিয়া। তিনি আশা করছেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে খুঁজে পাবেন আপনজন।

১৯৭৬ সালের ১৯শে ফেব্র“য়ারি রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয় সড়ক দুর্ঘটনায় আহত ডালিয়াকে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি