ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

টেকনাফে বিশ হাজার পিছ ইয়াবা উদ্ধার

প্রকাশিত : ১৯:৫৬, ৫ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

টেকনাফে হোয়াইক্যং ইউপিস্থ মিনাবাজার পশ্চিম মোরাপাড়া এলাকায় এক সুপারি বাগানের অভিযান চালিয়ে বিশ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল (শুক্রবার) ৫ এপ্রিল ২টায় সুপারি বাগানের এক পার্শ্বে ওৎ পেতে থাকে। আনুমানিক আড়াইটায় কয়েকজন লোককে একটি ব্যাগ হাতে সুপারি বাগানের ভেতরে প্রবেশ করতে দেখে থামার জন্য নির্দেশ প্রদান করে।

ইয়াবা চোরাকারবারীরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা চোরাকারবারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগে দ্রুত পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল সুপারি বাগানে তল্লাশী অভিযান পরিচালনা করে জঙ্গালাকীর্ণ একটি স্থান হতে উক্ত ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়। আনুমানিক (আটান্ন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের প্রায় (ঊনিশ হাজার পাঁচশত) পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জব্দকৃত এসব ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

 কেআই/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি