ঢাকা, শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সানা তাকাইচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

জাপানের রক্ষণশীল রাজনীতিবিদ সানা তাকাইচি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই প্রতিযোগিতা তাকে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী করে তুলতে পারে। এক প্রতিবেদনে কিয়োডো নিউজ এ কথা জানিয়েছে।

গুলিতে নিহত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র তাকাইচি প্রাক্তন আরেক প্রধানমন্ত্রী ও এলডিপির সর্বোচ্চ উপদেষ্টা তারো আসোর সঙ্গে এক বৈঠকে নিজের প্রার্থীতার কথা প্রকাশ করেন।

৬৪ বছর বয়সী নেত্রী সাংবাদিকদের বলেন, 'এখন যা প্রয়োজন তা হলো, এমন রাজনীতি যা জীবন এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের উদ্বেগকে আশায় পরিণত করতে পারে।'

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অন্যসারে, আগামীকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি তার নীতিমালার রূপরেখা প্রকাশ করতে পারেন।

৪ অক্টোবরের দলীয় নির্বাচনে কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির পাশাপাশি তাকাইচিকে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জিজি প্রেসের ২০০০ জন উত্তরদাতার একটি জরিপে ২৩.৮% সমর্থন নিয়ে কোইজুমি এগিয়ে রয়েছেন, তার পরেই তাকাইচি ২১% সমর্থন পেয়েছেন।

অন্যান্য প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং প্রাক্তন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকায়ুকি কোবায়াশি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি