ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে যুবক নিহত

প্রকাশিত : ০৯:০২, ৭ এপ্রিল ২০১৯ | আপডেট: ১২:১৬, ৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর বাজারে কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে মনির হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাথিলা গ্রামের ফকির আমিনুর রহমানের ছেলে।দত্তনগর বাজার কমিটির সভাপতি আব্দুল হান্নান বলেন, সন্ধ্যায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় রাস্তার পাশে থেকে নিজের মোটরসাইকেল আনতে গেলে তার মাথার উপর গাছের ডাল ভেঙে পড়ে।

এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি