ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪

প্রকাশিত : ০৯:২১, ৭ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:৪০, ৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের সবারই শরীরের ৯০ শতাংশেরও বেশি পুড়ে গেছে।

শনিবার রাতে ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এতে গৃহিনী ফাতেমা ও তার তিন সন্তান সাফওয়ান, রাফি এবং মেয়ে রাফিয়া দগ্ধ হয়। রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণেই এমন ঘটনা বলে দাবি স্বজনদের।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রত্যেকের অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক। তাদের বার্ন ইউনিটের হাই ডিপেনডেন্সি ইউনিটে রাখা হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি