ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ময়মনসিংহ নগরীজুড়ে নির্বাচনী হাওয়া (ভিডিও)

প্রকাশিত : ১৩:২৪, ৭ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৫:২১, ৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় নাগরিক সমাজ। তারা বলছেন, সব দল ভোটে আসলেই নির্বাচন উৎসবমুখর হবে। আর সাধারণ ভোটাররা বলছেন, যিনি মাদক ও সন্ত্রাসমুক্ত ময়মনসিংহ গড়তে কাজ করবেন তাকেই নগরপিতা হিসেবে বেছে নেবেন তারা।

৩৩টি ওয়ার্ডের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটার ৩ লাখ ২ হাজার ১০৯ জন। আগামী ৫ মে ১৩০টি ভোটকেন্দ্রের সবগুলোতেই ইভিএম পদ্ধতিতে হবে ভোট। বহুল প্রত্যাশিত এই নির্বাচন ঘিরে ময়মনসিংহ জুড়েই নির্বাচনী আমেজ।

দুশ’ বছরের পুরোনো এই নগরীতে আছে নানা সমস্যা। যানজট ও জলাবদ্ধতা সন্ত্রাস ও মাদক থেকে যিনি ময়মনসিংহকে রক্ষা করবেন সেরকম যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা।

ভোটের সুষ্ঠু পরিবেশ চান নারী নেত্রীরা।

এদিকে সব দলের অংশ গ্রহণে সুষ্ঠু পরিবেশে উৎসবমুখর নির্বাচন দেখতে চান নাগরিক আন্দোলনের নেতাসহ পেশাজীবীরা।

সব দলের অংশ গ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই আশা করছেন নগরবাসী।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি