ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বিমানের টয়লেটে মিলল ২০০ সোনার বার

প্রকাশিত : ১৩:০৫, ৮ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৩:৩০, ৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেটে তল্লাশি চালিয়ে ২০০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। উদ্ধার হওয়া এ সব সোনার ওজন ২২ কেজি ৪০০ গ্রাম।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক সারওয়ার-ই-জাহান জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা আবুধাবি থেকে আসা বিমানের বিজি-১২৮ নম্বর ফ্লাইটে তল্লাশি চালায়। এ সময় তারা বিমানের পরিত্যক্ত টয়লেটে ২২ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি