ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

মোরেলগঞ্জ-ইন্দুরকানি জেলা মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত : ১৫:২৯, ৮ এপ্রিল ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে ইন্দুরকানি জেলা মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে মোরেলগঞ্জ ছোলম বাড়িয়া বাসস্টান্ডে প্রধান অতিথি হিসেবে এ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মো. মোজাম্মেল হোসেন।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বাগেরহাট সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ঠিকাদার প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব।

‘জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ (খুলনা জোন)’-প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে ইন্দুরকানি ঘোষেরহাট পর্যন্ত ১১ দশমিক ১৩ কিলোমিটার সড়ক পুণনির্মাণ, প্রশস্তকরণ ও সংশ্লিষ্ট কালভার্ট সংক্রান্ত কাজে মোট ৩০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ২০২০ সালের ৩০ জুনের মধ্যে কাজ সমাপ্ত করবে বলে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

একে//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি