ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সুন্দরবন বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে সফলতা (ভিডিও)

প্রকাশিত : ১১:০৬, ২৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

সুন্দরবনে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লোনা পানির কুমির আর বিরল প্রজাতির কচ্ছপ নিয়ে সম্ভাবনা দেখছে বনবিভাগ। অতি সংকটাপন্ন প্রাণী দুটির জীবনাচারণ নিয়ে গবেষণায় সফলতা পেয়েছেন বিশেষজ্ঞরা। বন্যপ্রাণী সুরক্ষায় সুন্দরবনের একমাত্র প্রজনন কেন্দ্র থেকে আরো প্রাণী রক্ষারও প্রত্যাশা করা হচ্ছে।

সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে। ২০১০ সালে অতি সংকটাপন্ন ‘বাটাগুর বাসকা’ কচ্ছপের বংশ বিস্তার ও জীবনাচরন জানতে গবেষনা শুরু হয়। নিয়মিত পরিচর্যার পর চলতি বছরের ১১ মার্চ ৩২টি ডিম দেয় বিরল প্রজাতির কচ্ছপ “বাটাগুর বাসকা”।

করমজলের কর্মীদের একনিষ্ঠ পরিশ্রমে এমন সফলতা এসেছে।

সুন্দরবন অঞ্চলে বাটাগুর বাসকা কচ্ছপের জীবনাচরন নিয়ে কিভাবে কাজ করা হচ্ছে- তা জানালেন এই বন্যপ্রাণী বিশেষজ্ঞ।

এদিকে, ২০০৫ সাল থেকে এ প্রজনন কেন্দ্রে লোনা পানির কুমিরের ক্ষেত্রেও বেশ সফলতা এসেছে।

দেশের বিভিন্ন বিলুপ্তপ্রায় বন্যপ্রাণীর বংশবিস্তার ও সুরক্ষায় কাজ করে যাচ্ছে সুন্দরবনের ‘করমজল প্রজনন কেন্দ্র। প্রাণী বিশেষজ্ঞরা মনে করেন, অন্যান্য প্রজাতির প্রাণীর জীবনাচরন গবেষণার মাধ্যমে এগিয়ে যেতে পারে সম্ভাবনাময় এ প্রতিষ্ঠান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি