ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১৫:৩৬, ৩ মে ২০১৯ | আপডেট: ১৫:৫৭, ৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে কথিত গোলাগুলিতে ডাবলু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার কাগমারী বটতলা নামক স্থানে ‘গোলাগুলির’ এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

নিহত ডাবলু কোটচাঁদপুর শহরের রেলগেইট পাড়ার আত্তাব উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ডাকাতি ছিনতাই মাদকসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিল মিয়া বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাতে কোটচাঁদপুর শহরের কাগমারী বটতলা নামক স্থানে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এছাড়া মৃতদেহের পাশ থেকে ১টি ওয়ান শুটারগান ১ রাউন্ড গুলি ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি