ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ঈদের ছুটিতে বেনাপোল স্থলবন্দরে বাড়বে ট্রাকজট

প্রকাশিত : ২০:৫০, ২৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

পবিত্র শবে কদর, ঈদ-উল-ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন বন্ধ থাকবে বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। ফলে এ ছুটিতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়বে। ফলে আমদানি রফতানি বানিজ্যে পড়বে বিরুপ প্রভাব। 

জানা যায়, স্বাভাবিকভাবে এ সময় উভয় বন্দরে পণ্যজট লেগেই থাকে। লম্বা ছুটির কারণে অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে। সীমান্তের দু`পাশের ট্রাকজট আরও বাড়বে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। তবে এ ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান জানান, ৩০ মে বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ হয়ে যাচ্ছে কাস্টম ও বন্দরের কার্যক্রম। ৩১ মে ও ১ জুন সাপ্তাহিক ছুটি, ২ জুন শবে কদরের ছুটি, ৩ জুন একদিন অফিস খোলা থাকলেও তেমন কোন কাজ হবে না। ৪,৫ ও ৬ জুন ঈদের তিন দিনের ছুটি। ৭ ও ৮ জুন সাপ্তাহিক ছুটি। ৯ জুন সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ পথে। ১ ও ৩ জুন শুধুমাত্র আমদানি-রফতানি হতে পারে বলে তিনি জানান।

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, ৩১ মে থেকে সাপ্তাহিক ও ঈদের লস্বা ছুটি হতে যাচ্ছে। ৩ জুন বন্দর খোলা থাকবে। কেউ পণ্য ডেলিভারি নিতে চাইলে অবশ্যই দেওয়া হবে। তবে ঈদের আগে ট্রাক চলাচল বন্ধ থাকায় কেউ পণ্য নিবে বলে মনে হয় না বলে আমার ধারনা।

বেনাপোল কাষ্টম হাউজের সহকারি কমিশনার আকরাম হোসেন জানান, এবার সাপ্তাহিক ছুটিসহ ঈদের ৯দিনের লম্বা ছুটির মধ্যে ৩ জুন অফিস খোলা থাকলেও তেমন কোন কাজ কর্ম হবে না। ঈদের একদিন আগে সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকরা কোন কাজ করতে চায় না। সেক্ষেত্রে ৯ জুন থেকে শুরু হবে সরকারি অফিস-আদালত। সব মিলিয়ে টানা ৯ দিন ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ।

এদিকে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পবিত্র ঈদ-উল-ফিতর ও সাপ্তাহিক ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

উল্লৈখ্য,প্রতিদিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ৩০০ থেকে সাড়ে ৩৫০ পণ্য বোঝাই ট্রাক আসে ভারত থেকে। আর বাংলাদেশ থেকে ১৫০ থেকে ২০০ ট্রাক পণ্য যায় ভারতে। এ ছাড়াও শিল্প প্রতিষ্ঠানের কাচাঁ মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। একটানা ৯ দিন বন্ধ থাকার পর ৯ জুন কাস্টম হাউজ ও বন্দর চালু হলে সৃষ্টি হবে পণ্য জটের। 

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি