ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

দুই জাহাজের সংঘর্ষে চট্টগ্রাম বন্দর চ্যানেল বন্ধ

প্রকাশিত : ১১:৫৭, ১৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বন্দর চ্যানেলে একটি ফিডার জাহাজের সঙ্গে একটি তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বন্দরের জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী চ্যানেলের চট্টগ্রাম ড্রাই ডক ও বোট ক্লাব সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে ফিডার জাহাজ এক্সপ্রেস মহানন্দা এবং অয়েল ট্যাংকার এমটি বুর্গান ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান বন্দর সচিব ওমর ফারুক।

তিনি বলেন, শ্রীলঙ্কা থেকে সাড়ে সাতশ’ কনটেইনার নিয়ে আসা এক্সপ্রেস মহানন্দা বন্দরে ঢুকছিল। আর এমটি বুর্গান ওই সময় চ্যানেল দিয়ে সাগরের দিকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু চ্যানেলের ভেতরে দুই নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়।

ক্ষতিগ্রস্ত হলেও কোনো জাহাজ ডোবেনি। দুর্ঘটনা কবলিত জাহাজ দুটি সরিয়ে নেওয়ার পর জাহাজ চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

আই//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি