ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত : ০৮:৫১, ৪ জুলাই ২০১৯ | আপডেট: ১১:০৩, ৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও মাদকবিক্রেতা ওয়ালীউল্লাহ (৩০) নিহত হয়েছেন। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য।

বৃহস্পতিবার ভোরে উপজেলার জোড়দা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি স্যুটারগান, ম্যাগজিন, গুলি ও বেশকয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহামুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ওয়ালীউল্লাহ পবানা বেড়া উপজেলার সানিলা গ্রামের আফসার মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি শাহিদ মাহামুদ খান বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও মাদকবিক্রেতা ওয়ালীউল্লাহকে রাতে গ্রেফতার করে তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার জোড়দা এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা মাদকবিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ওয়ালীউল্লাহ পালানোর সময় আহত হন। এক পর্যায়ে মাদকবিক্রেতারা পালিয়ে গেলে ওয়ালীউল্লাহকে আহত অবস্থায়  উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি