ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহীতে তেলবাহী ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত

প্রকাশিত : ২২:২৭, ১০ জুলাই ২০১৯ | আপডেট: ১২:৪৩, ১৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকায় তেলবাহী মাল ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত। এতে রাজশাহীর সঙ্গে সকল রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রাজশাহী স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম বলেন, সোয়া ৬টার দিকে সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এসে ট্রেনটির নয়টি বগি লাইচ্যুত হয়। পাবনার ঈশ্বরদী জংসন থেকে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে যাচ্ছিল।

তিনি বলেন, কর্মকর্তারা ইতোমধ্যেই সেটি পরিদর্শন ও উদ্ধারের ব্যবস্থা নিয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছেন। এটি উদ্ধার করতে বেশ সময় লাগবে বলে জানান তিনি।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি