ঢাকা, বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬

সব ধরনের ক্রিকেট বর্জনে অনড় ক্রিকেটাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ১৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:১৩, ১৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনো অনড় ক্রিকেটাররা। দাবি মানা না হলে তারা সব ধরণের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এ কথা জানিয়েছেন।

কোয়াবের ওই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, বিসিবি সমস্যার সমাধান না করে সময়ক্ষেপণ করছে। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ওই পরিচালকের মন্তব্যে শুধু ক্রিকেটার নয়, ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকেই অসম্মান করা হয়েছে।

মিঠুন আরও বলেন, ‘প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।’

ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘তার বক্তব্য ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করা উচিত নয়।’

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটাররা "আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে" পারেনি এবং তাদের পেছনে "খরচ করা হচ্ছে", বুধবার বিকালে এমন মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। তার কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেটারদের পক্ষ থেকে তার পদত্যাগের দাবিতে বিপিএল বর্জনের ঘোষণা আসে।

সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতেও কথা বলেন কোয়াব সভাপতি। মিঠুন বলেন, ‘ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে এ বিষয়ে কথা বলেছি আমরা। তারা সহায়তার আশ্বাস দিয়েছিল। তবে, পরিস্থিতি ক্রিটিক্যাল হয়ে যাওয়ায় মোস্তাফিজ আর ইস্যুটা বাড়াতে চায়নি।’ 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি