ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

জুয়ার আসরে আগুন দিলেন ওসি

প্রকাশিত : ২১:৫৯, ১৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে চলমান একটি জুয়ার আসরে আকস্মিক অভিযান চালিয়ে তা ভেঙে গুড়িয়ে আগুনে পুড়িয়ে দিয়েছেন ওসি আশিকুর রহমান। শনিবার দুপুরে সদর থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশ ওই অভিযান চালায়।

ওসি আশিকুর রহমান জানান, বাগেরহাট গুঞ্জরগড় গ্রামের একটি বাঁশ বাগানের ভেতরে অবৈধভাবে পলিথিনের ছাউনি দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করে জুয়ার আসর চালিয়ে আসছিল একটি দল। গোপনে সংবাদ পেয়ে শনিবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ি ও আসর পরিচালনাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়।

ওসি আরও বলেন, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ জুয়ার আসরের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয়রা জানান, প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় একটি সংঘবদ্ধ চক্র গোপনে বাঁশ বাগানের ভেতরে জুয়ার আসর বসিয়ে তা পরিচালনা করছিল। তবে পুলিশের এ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এনএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি