ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

উত্তরে বেড়েছে নদ-নদীর পানি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দেশের উত্তারাঞ্চলের বন্য পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনাসহ বিভিন্ন নদনদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। রয়েছে খাবার বিশুদ্ধ পানির সংকট। বাড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগবালাই। এদিকে বন্যায় গাইবান্ধা বাদিয়াখালী, জামালপুর দেওয়ানগঞ্জসহ বিভিন্নস্থানে রেললাইনে পানি ওঠায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গাইবান্ধায় আরও বাড়ছে বন্যার পানি। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গবাদি পশু নিয়ে বিভিন্ন উচু জায়গায়, বাধে, অবস্থান করছে এলাকাবাসী। তবে রয়েছে গো খাদ্যের তীব্র সংকট। এদিকে বাদিয়াখালী এলাকায় রেল লাইন ডুবে যাওয়ায় বুধবার দুপুর থেকে উত্তরাঞ্চলের সাথে সব জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে

জামালপুরে যমুনার পানি বাড়ায় মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নের লাখেরও বেশি মানুষ পানিবন্দি রয়েছে। দেওয়ানগঞ্জ এলাকায় রেল লাইনের উপর পানি ওঠায় দেওয়ানগঞ্জের সাথে জামালপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মাদারগঞ্জে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাধের ১৬০ মিটার ভেঙ্গে নতুন করে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। 

যমুনার পানি বাড়তে থাকায় বগুড়ায় নতুন নতুন প্লাবিত হচ্ছে। বন্যায় জেলার সাড়ে ৫শ গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগ বাড়ছে পানিবন্দি মানুষের। শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট রয়েছে। বাড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগবালাই।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় হাজার প্যাকেট শুকনো খাবার ১৪২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

সিংক- সিদ্ধার্থ ভৌমিক, ভারপ্রাপ্ত  ইউএনও, সারিয়াকান্দি,বগুড়া।

মৌলভীবাজারে ধলাই নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে। তবে এখনও বিপদ সীমার উপর দিয়ে বইছে মনু কুশিয়ারা নদীর পানি।

যমুনা নদীর পানির প্রবল স্রোতে সিরাজগঞ্জের কাজিপুরে জেলা পরিষদের বিকল্প রিং বাঁধের অন্তত ৬০ মিটার এলাকা ধসে ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব পানিবন্দী লোকজনকে নিরাপদে সরিয়ে আনতে উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস পুলিশ।

https://youtu.be/6J5NP_3lH4o


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি