ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

টঙ্গীতে ঘরে ঢুকে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ২৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ঘরে ঢুকে ছুরিকাঘাত করে এক স্কুল ছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা।নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, নিহত তউসিফুল ইসলাম মুন্না রাজধানীর উত্তরা শাহিন স্কুলের ৮ম শ্রেণির ছাত্র। সে গাজীপুরার কাজীপাড়াস্থ মিজানুর রহমানের বড় ছেলে। 

টঙ্গী থানা পূর্ব-এর ওসি কামাল হোসেন জানান, আজ সকালে নিহত মুন্নার বাবা মিজানুর রহমান অফিসে চলে যান। আর তার মা রুম তালাবদ্ধ করে ছোট ভাইকে স্কুলে নিয়ে যায়।পরে স্কুল থেকে ফিরে তার মা তউসিফের নিজ ঘরের খাটের ওপর মৃতদেহ দেখতে পান। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে।নিহতের পেটে বড় ধরনের জখমের চিহ্ন রয়েছে।তবে কি কারণে তাঁকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে কোন ধারণা দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
এনএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি